ইকামার মেয়াদ না থাকলে যেসব সুবিধা থেকে বঞ্চিত হবেন।

ইকামার মেয়াদ না থাকলে যেসব সুবিধা থেকে বঞ্চিত হবেন।

 ইকামার মেয়াদ না থাকলে যেসব সুবিধা থেকে বঞ্চিত হবেন।

আসসালামু  আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

 আশা করি  আপনারা ভাল আছেন।

প্রবাসী ভাইয়েরা আপনাদের ইকামার মেয়াদ না থাকলে আপনারা বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। তার মধ্যে কয়েকটি তুলে ধরব। যেমন:

১.  ইকামারা মেয়াদ না থাকলে ওই ইকামা হারিয়ে ফেললে পুনরায় ইকামা উঠানো যাবে না   বা রি- প্রিন্ট করা যাবে না।

২. আপনার নিজ নামে সিম উঠাতে পারবেন না। কিন্তু অন্য কারো নামে সিম উঠিয়ে আবসির করে নিতে পারবেন এবং পরবর্তীতে  নিজ নামে সিম উঠিয়ে মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারবেন।

৩. ব্যাংক একাউন্ট খোলা যায় না এবং টাকা পাঠানো যায় না। নিজ নামে ব্যাংক একাউন্ট না থাকলে অনেকেই কাফলা হওয়ার সময় সমস্যার সম্মুখীন হয়।

৪. গাড়ি কিনলেন নিজ নামে ট্রান্সফার করা যায় না এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যায় না। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ না থাকলে প্রতিবছর ১০০ রিয়াল করে জরিমানা সংযোগ হবে।

৫. আপনার কফিল নিজ সিস্টেম থেকে সরাসরি এক্সিট দিতে পারবে না।

৬. ছুটি লাগাতে পারবে না এবং দেশে ছুটিতে গেলে ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে ছুটি বাড়ানো যাবে না। ইকামা মেয়াদ নবায়ন করে ছুটির মেয়াদ বাড়াতে হবে।


এছাড়া আরো অনেক  সেবা থেকে বঞ্চিত হবেন।

ধন্যবাদ। ভালো থাকবেন

Essa

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال