ফ্রি ভিসার লোকদের জন্য সতর্কবাণী।

 

মক্তব আল আমেলের বিশেষ অভিযান চলছে, ফ্রি ভিসার লোকেরা সতর্ক থাকবেন।

 ফ্রি ভিসার লোকদের জন্য সতর্কবাণী।

সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কিছুই নেই।

 যা আছে তা হচ্ছে কথিত  ফ্রি ভিসা যা মৌখিক চুক্তিতে আমরা কাজ করে থাকি।

এইসব মৌখিক চুক্তিতে যারা কাজ করে তাদেরকে আটক করার জন্য মক্তব আমেল বিভিন্ন সময় অভিযান চালিয়ে থাকে।

ব্যবসায় প্রতিষ্ঠানে  বেশিরভাগ অভিযান  হয়ে থাকে। 

তার মধ্যে দু একদিন আগে রিয়াদের একটি অঞ্চলে শুধুমাত্র বাঙালি আটক  হয়েছে ১৬৮ জন।

আরো অন্যান্য দেশের লোকজন  আটক হয়েছে  কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশিরভাগ আটক হয়েছে বাঙালি।

 তাছাড়া গত সপ্তাহে শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আটক হয়েছে ২৪৬২ জন। ইকামা  না থাকার অপরাধে আটক হয়েছে ৯৫০০ জন।

মক্তব আল আমেলের বিশেষ অভিযান চলছে, ফ্রি ভিসার লোকেরা সতর্ক থাকবেন।

 ফ্রি ভিসার লোকদের জন্য সতর্কবাণী।

তাহলে দেখা যাচ্ছে যে মক্তব আমেলের চেক অত্যন্ত বেড়ে গেছে। বিশেষ করে যারা দোকানপাটে কাজ করতেছেন মৌখিক চুক্তিতে তারা একটু সতর্ক থাকবেন। কিন্তু যার কফিলের চেম্বার অফ কমার্স বা গূরফা তিজারিয়া আছে সে চাইলে অনলাইন চুক্তির মাধ্যমে যেখানে সেখানে কাজ করতে পারবে।

ভালো থাকবেন ।সতর্ক থাকবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال