সুখবর! জেদ্দা কনস্যুলেট টিমের কনস্যুলার সেবা প্রদানের উদ্দেশ্যে 'নাজরান' ভ্রমণ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আগামী ২১ ও ২২ জুলাই ২০২৩ শুক্রবার ও শনিবার ( সকাল ৭ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত)
স্থান: নাজরান হোটেল, ফয়সালিয়া, নাজরান।
নাজরান প্রবাসীদের জন্য নিম্নলিখিত সেবাগুলো থাকবে।
* MRP বা ডিজিটাল পাসপোর্ট রি- ইস্যু।
* MRP বা ডিজিটাল পাসপোর্ট নবজাতক।
*MRP বা ডিজিটাল পাসপোর্ট যারা পূর্বে জমা দিয়েছে এবং যাদেরগুলো হয়ে গেছে সেগুলো ভেলিভারি।
এছাড়া অন্যান্য সেবার মধ্যে থাকবে ট্রাভেল পারমিট প্রত্যায়ন, সত্যায়ন এবং কার্যক্রম।
ধন্যবাদ ,ভালো থাকবেন।
জরুরী বিজ্ঞপ্তিঃ
(নাজরান ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীগণের জন্য)
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা-এর কনস্যুলার টিমের নাজরান ট্যুর
তারিখঃ ২১ - ২২ জুলাই ২০২৩
সময়ঃ শুক্রবার ও শনিবার (সকাল ৮টা হতে বিকাল ৬টা পর্যন্ত)
স্থানঃ হোটেল নাজরান, ফয়সালিয়া, নাজরান
(বিস্তারিত সংযুক্ত বিজ্ঞপ্তিতে)
যোগাযোগঃ
হটলাইনঃ 8002440051
কল করার সময়ঃ সকাল ০৮টা হতে রাত ১০টা পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার (ছুটির দিন ব্যতীত)
Tags
Bangladesh Consulate
Bangladesh Consulate General Jeddah
Bangladesh Embassy
Consulate
expatriates
iqama problems
Najran
probashi
Saudi expatriates
workers