সৌদি আরব আসার ক্ষেত্রে ৩৩ পেশায় প্রয়োজন হবে সার্টিফিকেট।

কঠিন হচ্ছে সৌদি আরব আসা,৩৩ পেশায় প্রয়োজন হবে সার্টিফিকেট।


সৌদি আরব আসার ক্ষেত্রে ৩৩ পেশায় প্রয়োজন হবে সার্টিফিকেট। 


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।

সৌদি আরবে আসার জন্য ৩৩ টি পেশায় সার্টিফিকেট বা  পেশা ভেরিফিকেশনের পরীক্ষা দিতে হবে। 

কঠিন হচ্ছে সৌদি আরব আসা,৩৩ পেশায় প্রয়োজন হবে সার্টিফিকেট।

এটি   ২০২১ সালে শেষের দিকে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় চালু করেছে। এ বিষয়ে সৌদি এমবিসি বিএমইটিতে চিঠি পাঠিয়েছে এবং বিএমইটি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে । এই চিঠিতে উল্লেখ রয়েছে আগের ৫ টি খাতের সাথে আরও ২৮টি খাতে বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে পেশা ভেরিফিকেশনের  পরীক্ষা বা সার্টিফিকেট দিতে হবে। এটি চলু হলে দক্ষ লোক গুলো সৌদি আরব আসতে পারবে এবং ফিক্সড কাজগুলো করতে পারবে। কারণ, আমাদের দেশের এজেন্সি গুলো মোটা অংকের বিনিময়ে ভিসা দিয়ে লোকজন সৌদি আরবে পাঠাচ্ছে আর সেই  সৌদি আরব এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। 


যেই পেশা গুলোতে সার্টিফিকেট লাগবে তা হল :

 প্লাম্বার, ওয়েল্ডিং, অটোমোবাইল, ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক। 


এছাড়া আরও রয়েছে যেমন: 

নির্মাণ কাজ বা কনস্ট্রাকশন সাইটে ৫ ধরনের টাইলিং, ৪ ধরনের  গাড়ির মেরামতের কাজ, প্লাস্টারের কাজ, ৩ ধরনের গাড়ির মেকানিক ইত্যাদ। 

সৌদি আরব আসার ক্ষেত্রে ৩৩ পেশায় প্রয়োজন হবে সার্টিফিকেট। 

এটা শুধু বাংলাদেশের জন্য নয়, ইন্ডিয়া ,পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আশা লোকদের ক্ষেত্রে পেশা ভেরিফিকেশনের  পরীক্ষা চালু করেছে।

তাই প্রবাসী ভাইয়েরা, কোন ভিসায়  সৌদি আরব আসতেছেন, কোন প্রতিষ্ঠান বা কফিলের কাছে  যাচ্ছেন সবকিছু ভালোভাবে জেনে আসবেন।

ধন্যবাদ, ভালো থাকবেন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال