সৌদি আরবের নতুন ভিসা 'আমেল ইনসায়াত' কি?
আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভাল আছেন।
২০২২ সালে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ৮ টি পেশা বন্ধ করে দিয়েছে। যার মধ্যে অতি পরিচিত ২ টি পেশা হলো 'আমেল' এবং 'আমেল আদি'।'আমেল' এবং 'আমেল আদি' ভিসা বন্ধ হওয়ার পর মানবসম্পদ মন্ত্রণালয় তার বিপরীতে 'আমেল ইনসায়াত' ভিসা চালু করেছে।
সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কিছুই নেই। আর এই ভিসা কথিত ফ্রি ভিসার মধ্যে পড়ে না। এই ভিসা শ্রম আইনের আওতায় অর্থাৎ মক্তব আমেলের আওতায় পড়ে। আমেল ইনসায়াত বা তাহমিল তানজিল একটি সাধারণ পেশা। এই ভিসায় আপনি সৌদি আরবে আসলে আপনার কফিল আপনাকে তার নিজের যেকোনো জায়গায় কাজ করাতে পারবে। আর যদি আপনি বাইরে কাজ করতে চান, তাহলে অনলাইন চুক্তি করে 'আল আজিরের' মাধ্যমে কাজ করতে হবে। আর যদি নিজের কফিলের কাজ করতে চান, তাহলে আপনার কফিল আপনাকে তার নিজের প্রতিষ্ঠানে, কারখানায়, দোকানপাটে বা যে কোন সাধারণ কাজে আপনাকে দিতে পারে।
ধন্যবাদ ,ভালো থাকবেন ।