প্রথম দফায় আজকে নাহদি ফা- র্মেসিতে ২০ জন লোক লাগবে।

 

Nahdi

প্রথম দফায় আজকে নাহদি ফা- র্মেসিতে ২০ জন লোক লাগবে।

আজকে কেউ ঘুমাইয়েন না 🔥

প্রথম দফায় আজকে নাহদি ফা- র্মেসিতে ২০ জন লোক লাগবে। যাদের আকামার মেয়াদ ৪ মাসের উপরে আছে ও ইংরেজি রিডিং ভালো করে পড়তে পারেন তারা আজ চোখ কান খোলা রাখেন।

রিয়াদে যারা আছেন তারা আমার রিয়াদ অফিসে কখন আসবেন তা পরবর্তী পোস্টে জানিয়ে দিবো,রিয়াদ থেকে মদিনার উদ্দেশ্যে বাস ছাড়বে বিকাল ৫ টায়।

অন্য শহর থেকে যারা আসবেন তাদের উদ্দেশ্যে সকাল ৭ টা পোস্ট দিবো।

আজকে ২০ জন লাগবে , যাদের আকামার মেয়াদ ৪ মাসের উপর আছে।ইংরেজি রিডিং পড়তে জানতে হবে।

নিচের লিস্টে যাদের নাম আছে তাদের ইন্টারভিউ আমি নিজে নিয়েছিলাম,আপনাদের যাদের আকামা ৪ মাসের উপর আছে তারা দুপুর ২টায় আমার অফিসে আসবেন,আসার আগে কল করে আসবেন অবশ্যই,সবার নাম্বার আমার কাছে সেভ আছে।

সকাল ৯টার পর লাইভে আসবো।

এখন জেনে রাখুন , 

সাপ্লাইয়ের অধিনে নাহ- দি ফার্মেসি ,সরাসরি নাহ-দি না।এসি-স্ট্যান্ট ফার্মা-সিস্ট বা ক্লি-নার পদ। ৮ ঘন্টা বেসিক।১৮০০ রিয়াল সে- লারি। সপ্তাহে একদিন ছুটি। থাকা দিবে ,খাওয়া নিজের।তানাজুলের টাকা নিজেকে বহন করতে হবে।


Nahdi.Pharmacy

Nahdi.Pharmacy

Nahdi.Pharmacy

সবগুলো প্রশ্নের উত্তর "হ্যা" হলে এই গ্রুপে জয়েন করুন 👇

https://chat.whatsapp.com/JEG28clBTOA7WsyWevoesD

Elias - source


*সম্পুর্ণ নিজ দ্বায়িত্বে কাজে যাবেন।

কাজে যাওয়ার আগে যাচাই-বাছাই করে যাবেন,আমরা কাজ এবং বেতনের দ্বায়িত্ব নেই না।

আমরা শুধু আপনাদের সুবিধার্থে পোস্ট করে থাকি। 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال