সৌদি সরকার প্রবাসীদেরকে 'আবসির' নিয়ে সতর্কতা জানালেন।

 

সৌদি সরকার প্রবাসীদেরকে 'আবসির' নিয়ে সতর্কতা জানালেন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। 

সৌদি সরকার প্রবাসীদেরকে 'আবসির' নিয়ে সতর্কতা জানালেন।

আমরা সবাই জানি, 'আবসির' অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি প্ল্যাটফর্ম। একদল প্রতারক বা হ্যাকাররা প্রতিনিয়ত  আবসিরের পিছনে লেগেই আছে । আপনার আবসিরের এক্সেস ছাড়াই কেউ আপনার কোন তথ্যই নিতে পারবে না।


আজকাল আবসিরের মত হুবহু একটা ভূওয়া  লিংক তৈরি হয়েছে যার ব্যাপারে 'আবসির' কর্তৃপক্ষ, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাওয়াযাত প্রত্যেকেই সতর্কতা করেছেন যাতে আবসিরের ভূওয়া লিংকে ক্লিক না করে  কেননা ক্লিক করলেই আপনার মোবাইল হ্যাক হতে পারে বা আপনার তথ্য হ্যাক হতে পারে। 

এতে আপনাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। যেমন আপনি যদি কাউকে আবসিরের কোড দিয়ে দেন তাহলে সে আপনার নামে সিম কার্ড কিনতে পারবে, মোবাইল কিনতে পারবে ইনস্টলমেন্টে । এছাড়া আরো অনেক কিছু করতে পারবে যা আপনার ধারণার বাইরে। আপনার 'কিওয়া' এর এক্সেস, 'তাওয়াক্কালনা' এর এক্সেস  সবকিছু তার নিয়ন্ত্রণে চলে যাবে। আবসিরের আসল লিংকটি হচ্ছে : WWW.ABSHER.SA 

তাই প্রবাসী ভাইয়েরা, নিজের আবসিরের কোড অন্য কাউকে দিবেন না।

ধন্যবাদ ,ভালো থাকবেন ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال