সাবধান! নতুন নিয়মে ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও বিপদ। Saudi News

 

Saudi News Bangla

সাবধান! নতুন নিয়মে ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও বিপদ। Saudi News

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
 আশা করি আপনারা ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।
প্রবাসী ভাইয়েরা যারা মনে করেন ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে কফিল কিছুই করতে পারবেনা, এই ধারণাটা একেবারেই ভুল। বর্তমানে আপনার  ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে কফিল যদি মেয়াদ উত্তীর্ণ না করে কিন্তু ডিজিটাল চুক্তি একটিভ বা চলমান থাকে, তাহলে একটা ক্লিকেই আপনাকে টার্মিনেট করতে পারে। টার্মিনেটের ৬০  দিনের মধ্যে আপনি নকল কাফালা না হলে বা দেশে চলে না গেলে আপনি অটোমেটিক হূরুপপ্রাপ্ত হয়ে যাবেন।

সাবধান! নতুন নিয়মে ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও বিপদ। Saudi News

আরো বলা যায় যে, ইকামার মেয়াদ না থাকলে কফিল চাইলে মক্তব আমেলের মাধ্যমে ফাইনাল এক্সিট দিতে পারবে। আপনার ইকামার মেয়াদ নেই কিন্তু ডিজিটাল চুক্তি আছে, আপনি চাইলে অন্য কোন জায়গায় নকল কাফালা হতে পারবেন ‌। এতে কোন সমস্যা হবে না।

Saudi News

আবার অনেকে মনে করেন ইকামার মেয়াদ না থাকলে কোন মামলা করা যায় না এটাও ভুল ধারণা।  যদি কোন কাগজে সই দিয়ে  থাকেন কফিল চাইলে মিথ্যা কোন মামলায়  আপনাকে জড়াতে পারবে ‌
তাই প্রবাসী ভাইয়েরা ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال