পুলিশকে ধরা দিয়ে নাকি ধরা খেয়ে দেশে যাচ্ছেন?

পুলিশকে ধরা দিয়ে নাকি ধরা খেয়ে  দেশে যাচ্ছেন? 

পুলিশকে ধরা দিয়ে নাকি ধরা খেয়ে  দেশে যাচ্ছেন?

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। প্রবাসী ভাইয়েরা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে অনেকেই পুলিশকে ধরা দিয়ে  দেশে  চলে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নেন। আবার অনেকেই পুলিশ আটক করে দেশে পাঠিয়ে দেয়। অনেকেই ইচ্ছা করেন শুধুমাত্র একবার দেশে চলে যেতে পারলেই হইছে। আবার অনেকেই ধরা দিয়ে যাওয়ার পরেও সিদ্ধান্ত পরিবর্তন করেন বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে অর্থাৎ আবার সৌদি আরব ফিরে আসার সিদ্ধান্ত নেন। আবার অনেকের ইচ্ছে হয় অন্ততপক্ষে একবার হলেও ওমরাহ বা বড় হজ্ব করার। আপনি যদি ধরা দিয়ে দেশে চলে যান ভবিষ্যতের জন্য এই ওমরা হজ্ব করার সুযোগটাও হারাবেন। সৌদি আরবের আইন ২০২১ সালে বলা হয়েছে , মোখালেফ অর্থাৎ অবৈধ হয়ে কেউ দেশে চলে গেলে ভবিষ্যতে কোন কাজের ভিসায় পুনরায় সৌদি আরবে আসতে পারবে না এবং ওমরাহর ক্ষেত্রে বলা হলেও সেটা অনির্দিষ্ট কালের জন্য।

পুলিশকে ধরা দিয়ে নাকি ধরা খেয়ে  দেশে যাচ্ছেন?

যদি আপনার ইকামার মেয়াদ নেই বা  ইকামা হয়নি শ্রম আইনের নজরে আপনি অবৈধ নন। এটা আপনার কফিলের সমস্যা। শ্রম আইন আপনাকে সুযোগ দিচ্ছে আপনি বৈধ হয়ে দেশে যান। শ্রম আইন জানে বুঝে , ইকামার মেয়াদ নেই, এটা কর্মীর নয় কফিলের অপরাধ। আর যদি কফিল আপনাকে টার্মিনেট করে দিয়েছে,  আপনি সময় মত নকল কাফালা হননি  ৬০ দিন পর আপনি হূরুবপ্রাপ্ত হয়ে গেছেন। অথবা  ফাইনাল এক্সিট দেওয়ার পরে সময় মত দেশে চলে যাননি এই ক্ষেত্রে শ্রম আইনের নজরে আপনি অপরাধী বলে গণ্য হবে। ইকামার মেয়াদ না থাকায় কেউ যদি মক্তব আমেলের মাধ্যমে স্পেশাল এক্সিট লাগিয়ে দেশে চলে যায় সে পুনরায় আসতেও পারে।



তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করে ভালো সিদ্ধান্তটাই নিবেন।

ধন্যবাদ ,ভালো থাকবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال