কফিল,ইকামা এবং ভিসা সম্পর্কিত তথ্য অনুসন্ধান বা সেবা প্রদান করা হয়।

Iqama, Visa, Balag Hurub, Kafil, Tanazul


এখানে কফিলের বিভিন্ন রকম সমস্যা,বালাগ হুরূপ,ইকামা এবং ভিসা সম্পর্কিত বিভিন্ন সমস্যার প্রশ্নের উত্তর দেয়া হয়

Kafil, Balag Hurub, Iqama and Visa.

প্রবাসী ভাই-বোনেরা যারা সৌদি আরবে থাকেন, তাদের সেবায় নিয়োজিত থাকার উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি খোলা হয়। এই ওয়েবসাইটে বিশেষ করে  নিম্নলিখিত যেকোনো সমস্যার সমাধানে প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা  করা হয়। যেমন:

  • ১.কফিল নিয়ে সমস্যা ,বালাগ হুরূপ নিয়ে সমস্যা এবং কফিল যদি পাসপোর্ট না দিয়ে থাকে।
  • ২. খুরুজ আওদা বা ছুটিতে আসা-যাওয়া এবং ফাইনাল এক্সিট বা খুরুজ নেহাঈর কোন সমস্যা থাকলে ‌।
  • ৩. তানাজুল বা নকল কাফাল, কিওয়া  প্ল্যাটফর্ম বা আবসির (Absher) জনিত  কোন সমস্যা।
  • ৪. ড্রাইভিং লাইসেন্স জনিত কোন সেবা বা গাড়ির ইস্তেমারা (রেজিস্ট্রেশন কার্ড) সংক্রান্ত সেবা।
  • ৫. মরুর বা ট্রাফিক পুলিশের নিয়ম-কানুন এবং জরিমানা সংক্রান্ত তথ্য।
  • ৬. জীবন বীমা, বালাগ হুরূপ, কোম্পানি বা প্রতিষ্ঠানের স্ক্রিন লাল নাকি সবুজ এসব ব্যাপারে সহযোগিতা করা।
  • ৭. এছাড়া সৌদি আরবের আইন কানুনের ব্যাপারে সকলকে সহযোগিতা করা।

অতএব, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রবাসী বাঙালি ভাইদের বিভিন্নভাবে সহযোগিতা করা।

যাতে করে কোন বিপদের সম্মুখীন না হয় এবং নিজেকে নিরাপদে রাখে এবং সুস্থ থাকে।

সৌদি আরবে কফিলের সাথে কোন ঝামেলা হলে,আকামা জনিত যেকোন পরামর্শ,হুরুব আছে কিনা চেক করে দেই 

সতর্কবাণী: 

আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের সমস্যাগুলো কমেন্টে লিখে পাঠান  যাতে করে আমরা সঠিকভাবে আপনাদের সহযোগিতা করতে পারি।

আমরা ২৪ ঘন্টা আপনাদের সেবাই নিয়োজিত।  

আমরা যদি আপনাদের প্রশ্নের  সঠিক উত্তর দিতে না পারি বা অবস্থার প্রেক্ষাপটে সহযোগিতা করতে না পারি তাহলে উপযুক্ত  কর্তৃপক্ষকে আপনাদের সমস্যা উপস্থাপন করে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ‌।

ইকামা চেক করুন

সৌদি প্রবাসভিত্তিক তথ্য ও পরামর্শদাতা  Support@saa7oo.com


23 Comments

  1. ভাই এই আইডি তে কোন হুরুব বা করুব আছে আমি কাফেলা হতে পারবো একটু পরামর্শ দিবেন 2548872353

    ReplyDelete
    Replies
    1. MD SUBOK MIA
      আপনার আকামায় হুরুব নাই।
      নকল কাফালা করা যেতে পারে যদি আপনার কফিলের কোম্পানির শাসা লাল হয় আর যদি সবুজ হয় তাহলে আপনি আর আপনার কফিলের সম্মতি লাগবে।

      Delete
  2. আমি কি সৌদি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে কুয়েত যেতে পারবো?
    এজন্য কি কি করতে হবে

    ReplyDelete
  3. আমি সোদিআরব রিয়াদ অবস্থান করছি আমি আসছি সাত মাস হল কফিল আমাকে আকামা বানাই নাই এখন আমি কাফেলা হতে পারব আমার বডার নাম্বার 3123113569

    ReplyDelete
  4. ভাই কাফেলা রিকোয়েস্ট গ্রহণ করার পর কাফেলার কাজ সম্পুর্ন হওয়ার আগে কি তা কি ডিলেট করা যায়।

    ReplyDelete
    Replies
    1. নতুন কফিল তলব দিলে , পুরাতন কফিলের কাছে ঐ তলব তখনই যাবে যদি আপনার কন্টাক্ট পুরাতন কফিলের সাথে চলমান থাকে, এই অবস্থায় ৯০ দিন ওই তলবটা পেন্ডিং দেখাবে।

      Delete
  5. ভাই আমার ইকামা দিতাছেনা এখন আমার কি করা উচিত

    ReplyDelete
  6. ভাই আমি অনেক সমস্যা আছে

    ReplyDelete
  7. আমি এক সপ্তাহ হয়েছি সৌদি আরবে আসছি আমাকে যে কাজের কথা নিয়ে এসেছো সেই কাজ দেয় আমি এখন আমি কি করি

    ReplyDelete
    Replies
    1. আপনি যে চাকরির বিজ্ঞপ্তি দেখেছেন ওই চাকরিতে যে যোগাযোগ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করুন।

      Delete
    2. শাসা লাল বা সবুজ কি? জানাবেন?

      Delete
  8. নকল কাফালা করা যেতে পারে যদি আপনার কফিলের কোম্পানির শাসা লাল হয় আর যদি সবুজ হয় তাহলে আপনি আর আপনার কফিলের সম্মতি লাগবে।

    ReplyDelete
  9. দয়া করে এটা একটু দেখবেন কফিল হুরুফ বালাগ মারছে। আর আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করা যাবে

    ReplyDelete
  10. ভাই আমি সৌদি আসছি আমার আকমা হইছে। আমার শরিল অসুস্থ তাই ছুটিতে বাসায় যাবো। এখন কফিল বলতাছে তার সিজেল তিজারি এক্সপার। এখন আমি কি ভাবে ছুটি লাগাতে পারি।

    ReplyDelete
  11. ইকামা ও কন্ট্রাক শেষ । কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়া যাবে? কফিল জানলে কখনোই পার্মিশন দেবেনা।

    ReplyDelete
    Replies
    1. কফিলের সিস্টেম লাল হলে কফালা হতে অনুমতি লাগবে না।

      Delete
  12. ভাই আমার কফিলের নাম্বার হারিয়ে গেছে কফিলের নাম্বার বের করা যাবে কি

    ReplyDelete
    Replies
    1. আপনারা ভিসার মালিক, কোম্পানি বা কফিলের সাথে যোগাযোগ করতে চেষ্টা করুন ,এন্ড পুলিশ।

      Delete
  13. আমার ইকামার মেয়াদ ৩ মাস ১২ দিন আছে।আমি ইকামা রিনিউ করতে চাচ্ছি।এটা সম্ভব কিনা জানিতে চাচ্ছি।

    ReplyDelete
    Replies
    1. 0546817564
      https://chat.whatsapp.com/GdrrrlsElPXLZXM25OoHlg

      Delete
    2. আপনি ইকামার ধার্যকৃত ফি এবং বিলম্ব হওয়ার বা দেরি করার জরিমানা ফি, নতুন রুকসাতুল আমেল রি ইসু এবং তার ফি পরিশোধ ,স্বাস্থ্য বীমা অর্থাৎ তামিন করে ইকামা নবায়ন করতে পারবেন।

      Delete

نموذج الاتصال