Trending

কঠোর লকডাউনে চালু থাকছে আন্তর্জাতিক ফ্লাইট


 

সর্বাত্মক লকডাউনে চালু থাকছে আন্তর্জাতিক ফ্লাইট। আগামীকাল ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে দেশে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন। 

এসময় বন্ধ থাকবে সকল পরিষেবা, কিন্তু বিদেশগামীদের সুবিধার্ধে চালু থাকছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো।



জানা যায়, কঠোর এই লকডাউন এই সময়ের মধ্যে অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান ও সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। 

কিন্তু জরুরি পরিষেবার বাইরে শুধু রপ্তানিমুখী গার্মেন্টস, শিল্প-কারখানা, বন্দর, আন্তর্জাতিক ফ্লাইট, খুবই সীমিত পরিসরে ব্যাংক ও কোরবানির হাট খোলা রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।






তবে স্বাস্থ্যবিধি ও নিয়ম-কানুন না মানলে গার্মেন্টসও বন্ধ করে দেবে সরকার। কারখানার শ্রমিকদের কাছাকাছি অবস্থানে থেকে কাজে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে শিল্প মালিকদের বলা হয়েছে। বন্ধ থাকবে অভ্যন্তরীণ বিমান চলাচল।



এদিকে, আজ থেকে গণপরিবহন ও শপিংমল বন্ধ রেখে এবং অফিস-আদালতে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়ে সীমিত পরিসরে চালু রাখা হয়েছে। অফিস যাতায়াত ও জরুরি প্রয়োজনে মানুষ ব্যবহার করছে ব্যক্তিগত যানবাহন। একই সঙ্গে ব্যবহৃত হচ্ছে অফিসের ব্যবস্থাপনায় পরিবহন।


Source bangla news


author-img
Saa7oo

মন্তব্যসমূহ

      কোনো মন্তব্য নেই
      একটি মন্তব্য পোস্ট করুন

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube